মোঃ ফোরকান ভূঁইয়া, ডিপিআই, ঢাকা
২৭ মে ২০২৫ তারিখ মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মেধা চত্বরে এক সংবাদ সম্মেলনে ‘কারিগরি ছাত্র আন্দোলন’-এর নেতারা চলমান সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। তবে দাবি বাস্তবায়নে গড়িমসি হলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও উচ্চারণ করেন তারা।
শিক্ষার্থীরা বলেন, “আমরা আপাতত শান্তিপূর্ণভাবে আন্দোলন স্থগিত করছি, তবে আমাদের দাবিগুলোর বাস্তবায়নে যদি কোনো প্রকার টালবাহানা করা হয়, তাহলে আমরা আবার রাজপথে নামবো।”
ছয় দফা দাবির পক্ষে শিক্ষার্থীরা পূর্ব থেকেই নানা কর্মসূচি চালিয়ে আসছিলেন। আন্দোলনের অংশ হিসেবে একটি রূপরেখা প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে, যা দাবিগুলোর বাস্তবায়নে সুপারিশ প্রদান করবে। সেই সুপারিশগুলো যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।
তারা আরও বলেন, “আমরা সমাধানের পথে হাঁটতে চাই, সংঘাত নয়। কিন্তু আমাদের অধিকার আদায়ে প্রয়োজন হলে আবারও প্রতিরোধ গড়ে তোলা হবে।”
ছাত্রদের দাবি ও আন্দোলনের প্রেক্ষাপটে কারিগরি শিক্ষাখাতে নীতিগত অগ্রগতি প্রত্যাশা করছে সংশ্লিষ্ট মহল।
আপনার মতামত লিখুন :