নিজস্ব প্রতিবেদক, নাগেশ্বরী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হুদা মঙ্গলবার (২৭ মে) দুপুরে গোলেরহাট ফাজিল বিএ মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের সঙ্গে এক সচেতনতামূলক মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় ওসি নাজমুল হুদা শিক্ষার্থীদের উদ্দেশ্যে নৈতিকতা, শৃঙ্খলা, মাদকবিরোধী অবস্থান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বর্তমান প্রজন্মই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। তাই সবাইকে সৎ, ন্যায়নিষ্ঠ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”
তিনি শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে আরও বলেন, “পুলিশ জনগণের বন্ধু। তোমরা কোনো সমস্যায় পড়লে ভয় না পেয়ে থানায় যোগাযোগ করবে।”
সভায় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোকসেদ আলী বলেন, “পড়ালেখার পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার মানসিকতা গঠনে সচেষ্ট হতে হবে।” তিনি শিক্ষার্থীদের সমাজের কল্যাণে অবদান রাখারও আহ্বান জানান।
সভায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। শিক্ষার্থীরা সরাসরি মতামত ও প্রশ্ন করার সুযোগ পেয়ে উৎসাহিত হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সচেতনতা গঠনে কার্যকর ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :