জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা


dailymukti24 প্রকাশের সময় : মে ২৭, ২০২৫, ১:৪৮ অপরাহ্ন /
জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশ ও জাপানের কৌশলগত সম্পর্ক নতুন মাত্রা পেতে যাচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন টোকিও সফরের মাধ্যমে। আগামী ২৮ থেকে ৩১ মে পর্যন্ত এই সরকারি সফরে বাংলাদেশ জাপানের কাছ থেকে সহজ শর্তে ১শ’ কোটি মার্কিন ডলারের বাজেট সহায়তা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে।

সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকী। তিনি জানান, সফরের মূল লক্ষ্য হচ্ছে বাজেট সহায়তা অর্জনের পাশাপাশি অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদার করা।

সফরের অংশ হিসেবে ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে অবকাঠামো, জ্বালানি, মানবসম্পদ উন্নয়ন, জনশক্তি রপ্তানি ও অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগসহ সাতটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ সফরে প্রফেসর ইউনূস নিক্কেই আয়োজিত ৩০তম ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন। জাপান পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক সহকারী মন্ত্রী ইকুইনা আকিকোর আমন্ত্রণে এই অংশগ্রহণ কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে।

সফরের শুরুতেই প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করবে জাপান সরকার। পররাষ্ট্র সচিব জানান, এই সফর বাংলাদেশ-জাপান সম্পর্ককে আরও গভীর করবে এবং ‘বিগ-বি’ ও ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির আওতায় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

সফরের মাধ্যমে রাজনৈতিক, বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগিতা, এমনকি রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক বিভিন্ন বিষয়েও উচ্চপর্যায়ের আলোচনা হবে বলে জানা গেছে। এটি বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।