সেনাবাহিনী নিয়ে অপপ্রচার, প্রতিবাদ বাংলাদেশে


dailymukti24 প্রকাশের সময় : জুন ১, ২০২৫, ৯:০৯ অপরাহ্ন /
সেনাবাহিনী নিয়ে অপপ্রচার, প্রতিবাদ বাংলাদেশে

মো: জাওয়াদ  ঢাকা –
ভারতীয় গণমাধ্যম Northeast News-এর প্রকাশিত “Bangladesh to declare Cox’s Bazar to Bandarban area as a Military Operations Zone” শিরোনামের প্রতিবেদনটিকে বাংলাদেশ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হিসেবে প্রত্যাখ্যান করেছে।

২০২৫ সালের ১ জুন (রবিবার) ঢাকায় দেওয়া এক প্রতিবাদ বার্তায় বলা হয়, ভারতীয় কিছু গণমাধ্যম পরিকল্পিতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণের উদ্দেশ্যে এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে।

প্রতিবেদনটিতে এমনটিও বলা হয়েছে যে, বাংলাদেশ সেনাবাহিনী ‘সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে’, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিদ্বেষমূলক অপপ্রচার।

প্রতিবাদ বার্তায় উল্লেখ করা হয়, “এই ধরনের প্রমাণবিহীন সংবাদ কল্পনাপ্রসূত ও ষড়যন্ত্রমূলক। এর উদ্দেশ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে অপমানিত করা।”

বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দেশের সার্বভৌমত্ব ও সংবিধান রক্ষায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ দায়িত্ব পালনে অটল থাকবে।

এই ধরনের বানোয়াট প্রতিবেদন সাংবাদিকতার চরম অবনমন এবং একটি ধারাবাহিক ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করা হয়। দেশবাসীকে বিভ্রান্ত না হতে এবং দেশের প্রতিরক্ষা বাহিনীর প্রতি আস্থা রাখতে আহ্বান জানানো হয়েছে।