নিজস্ব প্রতিনিধি, কালীগঞ্জ:- লালমনিরহাটের কালীগঞ্জে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছেন সরকারী করিম উদ্দিন পাবলিক কলেজের শিক্ষার্থীরা। রোববার (২ জুন) দুপুরে উপজেলার তুষভান্ডার বাজার এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থীরা জানান, পরীক্ষার মাত্র এক মাস আগে কেন্দ্র পরিবর্তন করায় তারা মানসিকভাবে বিপর্যস্ত। পূর্ব অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীরা পূর্বের পরীক্ষা কেন্দ্রেই পরীক্ষা হবে ভেবে প্রস্তুতি নিয়েছেন। কিন্তু অন্যত্র পরীক্ষার নির্দেশনা আসায় যাতায়াতজনিত সমস্যা ও সময় নিয়ে উদ্বেগের কথা জানান তারা।
এক শিক্ষার্থী মামুন বলেন, “আমাদের প্রস্তুতি ছিল প্রতিবারের ন্যায় এবারও একই কেন্দ্রে পরীক্ষা দেওয়ার। এখন অন্যত্র গেলে যাতায়াত ঝামেলা হবে। এটা এক ধরনের বৈষম্য।”
পরে শিক্ষার্থীরা উপজেলা প্রশাসনের মাধ্যমে বোর্ডের কাছে স্মারকলিপি দেন এবং সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি না মানা হলে তারা আরও কঠোর কর্মসূচির পথে হাঁটবেন।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, “বিষয়টি শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত। তবে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে দ্রুত তিন কলেজকে নিয়ে আলোচনার মাধ্যমে সুস্থ ও যৌক্তিক সমাধানে পৌঁছানো হবে।” বলে আশ্বস্ত প্রদান করেন তিনি।
বিক্ষোভ চলাকালীন সময়ে কিছু সময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। প্রায় ৩০ মিনিট ধরে সড়কে যানজটের সৃষ্টি হয়, যা পরে শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করার মাধ্যমে তা স্বাভাবিক হয়।
আপনার মতামত লিখুন :