বিশাল মাহমুদ জিম, লালমনিরহাট:
লালমনিরহাট জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে মঙ্গলবার (৩ জুন)। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল এবং সাধারণ সম্পাদক হিসেবে জাহাঙ্গীর খান দায়িত্ব পেয়েছেন। সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে আমরুল হাসান মোল্লা-কে, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, এবং সাংগঠনিক সম্পাদক জোয়াদ্দার তৌফিক হাসান শাওন হিসেবে নির্বাচিত হয়েছেন।
কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।
আপনার মতামত লিখুন :