নিজস্ব প্রতিনিধি
তরুণদের জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি তাদের ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত বিশেষ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম প্রকাশ করেছে। গ্র্যান্ড প্রাইজ হিসেবে ১ লাখ টাকা জিতে নিয়েছেন যমুনা ফিউচার পার্ক এলাকার রাসেল শেখ। এছাড়া বসুন্ধরা সিটির মো. সোহেল তানভীর এবং নারায়ণগঞ্জের ফয়সাল মাহমুদ পেয়েছেন ৬০ হাজার টাকা করে নগদ অর্থ।
দেশব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনে চট্টগ্রাম, ময়মনসিংহ, গাজীপুর, বরিশাল, রাজশাহী ও সিলেট অঞ্চল থেকে ৮ জন বিজয়ী পেয়েছেন ফ্রি স্মার্টফোন, এবং আরও ১৪ জন বিজয়ী পেয়েছেন রিয়েলমি বাডস টি২০০ লাইট।
ক্যাম্পেইনের সময় গ্র্যান্ড প্রাইজ ছাড়াও প্রতিটি অংশগ্রহণকারীর জন্য ছিল গ্যারান্টেড গিফটস। রিয়েলমি সি৭৫ ও সি৭৫এক্স মডেল ক্রয়ে ক্রেতারা পেয়েছেন ২ বছরের বর্ধিত ওয়ারেন্টি, আর রিয়েলমি ১২ কিনলে মিলেছে ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, ফলে দাম কমে হয়েছে ২৫,৯৯৯ টাকা।
এছাড়াও, রিয়েলমি ১৪ সিরিজের স্মার্টফোন কিনলে ক্রেতারা উপহার হিসেবে পেয়েছেন একটি এক্সক্লুসিভ টি-শার্ট। বাংলালিংকের সহযোগিতায় ক্যাম্পেইনে অংশগ্রহণকারী সবাই পেয়েছেন বিশেষ অফারের সুযোগ।
রিয়েলমির পক্ষ থেকে জানানো হয়,
“ঈদের এই আয়োজন প্রযুক্তি ব্যবহারে আমাদের প্রতিশ্রুতি ও ব্যবহারকারীদের জন্য সম্মানজনক অভিজ্ঞতা তৈরির একটি অংশ।”
বিজয়ীদের নাম ঘোষণা করা হলেও ক্যাম্পেইন চলবে ঈদের দিন পর্যন্ত এবং উপহার পাওয়ার সুযোগও থাকবে আগের মতোই।
আপনার মতামত লিখুন :