চোরাই গরুসহ রামপালে আটক ২


dailymukti24 প্রকাশের সময় : জুন ৫, ২০২৫, ৯:০৭ অপরাহ্ন /
চোরাই গরুসহ রামপালে আটক ২

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি,
বাগেরহাটের রামপাল উপজেলায় চোরাই গরু সহ দুই চোরকে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ। গত ৪ জুন (বুধবার) রাত ১০টা থেকে ২টার মধ্যে শরাফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গভীর রাতে শরাফপুর গ্রামের তরফদার ইউসুফের মৎস্য ঘেরে একটি গরু নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল দুই ব্যক্তি। স্থানীয়দের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তারা সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তাৎক্ষণিকভাবে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরাই গরুসহ দুজনকে আটক করে।

আটককৃতরা হলেন উপজেলার বাইনতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের শেখ আব্দুল আজিজের ছেলে শেখ আব্দুল গোলাম রসূল (৩৭) এবং গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার পূর্ণবর্তী গ্রামের অয়েজকুরনী শেখের ছেলে মো. হাবিবুল্লাহ শেখ (২২)।

 রামপাল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন,
“স্থানীয় এক ব্যক্তি ফোনে সংবাদ দিলে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে চোরাই গরুসহ দুজনকে গ্রেফতার করে।”
তিনি আরও জানান, শেখ আব্দুল গোলাম রসূল ও হাবিবুল্লাহ শেখসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।