মোঃ জাওয়াদ, ঢাকা প্রতিনিধি
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি শনিবার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা পরিদর্শন করেন। তিনি চিকিৎসাধীন সেনা সদস্য ও সম্প্রতি সংঘটিত জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহতদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
পরে সেনাপ্রধান ঢাকায় মোতায়েন বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেন। তিনি সেখানে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে সরাসরি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের মনোবল বৃদ্ধির জন্য উৎসাহব্যঞ্জক বক্তব্য প্রদান করেন। সেনাসদস্যরা সেনাপ্রধানকে কাছে পেয়ে অনুপ্রাণিত ও উৎফুল্ল হন। এ সময় তিনি তাঁদের সঙ্গে প্রীতিভোজে অংশগ্রহণ করেন, যা একটি আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
অপরাহ্নে সেনা ভবনে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা, তাঁদের পরিবারবর্গ, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকগণ উপস্থিত ছিলেন। তাঁরা সবাই সেনাপ্রধানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, প্রাণবন্ত ও উৎসবমুখর।
আপনার মতামত লিখুন :