বেলকুচিতে এনসিপি নেতার মতবিনিময়


dailymukti24 প্রকাশের সময় : জুন ৯, ২০২৫, ৯:২৩ পূর্বাহ্ন /
বেলকুচিতে এনসিপি নেতার মতবিনিময়

 সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ)

সোমবার (৯ জুন) সকালে সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাব ভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম-সদস্য মাহিন সরকার।

সভায় সভাপতিত্ব করেন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান। এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি নারায়ন মালাকার, যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, দপ্তর সম্পাদক মুসা, কোষাধ্যক্ষ সবুজ সরকার, উজ্জ্বল অধিকারী, আব্দুর রাজ্জাক বাবু, টুটুল শেখ, সেরাজুল ইসলাম, আল-আমিন এবং এনসিপির পক্ষে সমন্বয়ক মুসা হাশেমী, মুসাব্বির হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

মাহিন সরকার তাঁর বক্তব্যে বলেন, “দেশের মানুষ এখন পরিবর্তন চায়। নাগরিক পার্টি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত। মানুষের অধিকার, গণতন্ত্র ও সত্য প্রতিষ্ঠায় আমরা অতীতেও আন্দোলন করেছি, এখনো করছি।”

তিনি জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে আরও বলেন, “এই অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা ছিল অপরিসীম। অনেক সাংবাদিক শহীদ হয়েছেন। আপনারাই জাতির বিবেক, সত্য তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছেন। জাতীয় নাগরিক পার্টি সবসময় সাংবাদিকদের পাশে থাকতে চায়।”