সম্পর্ক মেনে না নেওয়ায় প্রেমিকার আত্মহত্যা


dailymukti24 প্রকাশের সময় : জুন ৯, ২০২৫, ৪:০৯ অপরাহ্ন /
সম্পর্ক মেনে না নেওয়ায় প্রেমিকার আত্মহত্যা

জাহিদুল হক বাবু, ঝিনাইদহ:
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়ামারা গ্রামে প্রেমিকের পরিবার ও সমাজের স্বীকৃতি না পেয়ে বিষপানে আত্মহত্যা করেছে আনজিতা (১৯) নামের এক কলেজছাত্রী। এই ঘটনায় প্রেমিক রাহাত (২২) পালিয়ে গেছে। শনিবার (৩১ মে) রাতে বিষপান করার পর ৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রোববার (৮ জুন) রাতে মারা যান আনজিতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনজিতা রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এবং গাড়ামারা গ্রামের শাজাহানের মেয়ে। প্রেমিক রাহাত, একই গ্রামের মশিয়ারের ছেলে। তাদের দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের অসম্মতি ও সামাজিক বাধায় সম্পর্কের পরিণতি না হওয়ায় তারা আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।

পরিবারের বরাতে জানা যায়, রাহাত হলিধানী বাজার থেকে কীটনাশক কিনে আনেন এবং পরিকল্পনা অনুযায়ী গাড়ামারা গ্রামের একটি বাঁশবাগানে দেখা করেন। সেখানে আনজিতা কীটনাশক পান করলেও রাহাত পালিয়ে যায়। গুরুতর অবস্থায় প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ফিরিয়ে দেন। অবশেষে রোববার রাতে তার মৃত্যু হয়।

আনজিতার মা রহিমা খাতুন বলেন, ❝রাহাতের পরিবার আমাদের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপরই তারা আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। কিন্তু রাহাত আমার মেয়েকে বিষ খাওয়ানোর পর পালিয়ে যায়। আমরা তার ফাঁসি চাই।❞

আনজিতার চাচা আবুবক্কর বলেন, ❝দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর বিষয়টি জানাজানি হলে আনজিতা রাহাতের বাড়িতে গিয়ে সম্পর্কের কথা জানায়। কিন্তু রাহাতের মা তাকে অপমান করে বের করে দেন। এরপরই তারা আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।❞

অভিযুক্ত রাহাতের বাবা মশিয়ার বলেন, ❝আমার ছেলের সঙ্গে মেয়েটির সম্পর্ক ছিল। সেদিন সে আমাদের বাড়িতে এসেছিল, আমরা বুঝিয়ে বাড়ি পাঠিয়েছিলাম। পরে বিষ খেয়েছে।❞

স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান বলেন, ❝তাদের মধ্যে সম্পর্ক ছিল বলে শুনেছি। বিষপানের পর বিষয়টি জানাজানি হয়। আমরা চাই, ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।❞

ঝিনাইদহ সদর থানার এসআই শুব্রত বিশ্বাস জানান,`❝আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।❞