আদিতমারীতে থাপ্পড়ের জেরে গরু ব্যবসায়ী খুন


dailymukti24 প্রকাশের সময় : জুন ১২, ২০২৫, ৯:২২ অপরাহ্ন /
আদিতমারীতে থাপ্পড়ের জেরে গরু ব্যবসায়ী খুন

নিজস্ব প্রতিনিধি, আদিতমারী, লালমনিরহাট
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী গ্রামে বুধবার (১১ জুন) বিকেল সাড়ে তিনটায় ঘুমন্ত অবস্থায় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয় গরু ব্যবসায়ী কামালকে। ঘটনার সূত্রপাত বছরখানেক আগে দেওয়া এক থাপ্পড়কে কেন্দ্র করে।

স্থানীয় সূত্র ও মামলা সূত্রে জানা গেছে, বছরখানেক আগে হাফিজুল ইসলাম (২৭) স্থানীয় এক ব্যক্তিকে মারধর করলে কামাল হোসেন (৪০) ঘটনাস্থলে গিয়ে মারামারি থামিয়ে তাকে থাপ্পড় দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। এই ঘটনাকে কেন্দ্র করেই হাফিজুল ও তার পরিবার প্রতিশোধ নিতে উঠে পড়ে লাগে। অবশেষে গতকাল বুধবার বিকেলে নিজ বাড়ির পাশে বাঁশঝাড়ের নিচে কাঠের বেঞ্চে ঘুমিয়ে থাকা অবস্থায় কামাল হোসেনের মাথায় কুড়াল দিয়ে আঘাত করে হাফিজুল ইসলাম।

কামালের স্ত্রী শিউলি বেগম বৃহস্পতিবার আদিতমারী থানায় হত্যা মামলা করেন, যেখানে হাফিজুলসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। নিহত কামালের স্ত্রীর ভাষ্য,  “আমার স্বামী নাহয় একটা থাপ্পড় দিছিল, সেই জন্য কি প্রতিশোধ নিতে তাকে এভাবে খুন করতে হবে? আমি এর বিচার চাই, আসামির ফাঁসি চাই।”

পুলিশ জানায়, এ মামলায় অভিযুক্ত আয়শা খাতুন (৫৫) ও আবদুল কুদ্দুস (৬০)—প্রধান আসামি হাফিজুলের বাবা-মাকে বুধবার রাতে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 আদিতমারী থানার ওসি মো. আলী আকবর বলেন, “প্রধান আসামি হাফিজুল ইসলামকে বৃহস্পতিবার রাতে গোড়ল মাদ্রাসা মাঠ থেকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”