চালকের বুদ্ধিতে গরু চোর ধরাশায়ী


dailymukti24 প্রকাশের সময় : জুন ১২, ২০২৫, ১২:০৬ অপরাহ্ন /
চালকের বুদ্ধিতে গরু চোর ধরাশায়ী

ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর)

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের চাম্পাতলী এলাকায় চুরি করা গরুসহ দুই চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার (১১ জুন) সকালে ঘটনাটি ঘটে, যখন জয়পুরহাটে গরু বিক্রির উদ্দেশ্যে ট্রাকে তুলে নিয়ে যাচ্ছিল চোরেরা। তবে চালকের সন্দেহ এবং উপস্থিত বুদ্ধিতে ধরা পড়ে যায় চোরচক্র।

জানা গেছে, সাহেবগঞ্জ চাম্পাতলী এলাকার মাহাফুজ মন্ডল কালু (২৫) এবং গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার ডাঙ্গাপাড়া এলাকার আব্দুল করীম (৩০) নামের দুই ব্যক্তি একটি ছোট ট্রাকে করে চুরি করা গরু নিয়ে যাচ্ছিল। ট্রাকচালকের কাছে তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে, তিনি বিষয়টি পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর জোসনা বেগমকে জানান এবং কৌশলে ট্রাক চালিয়ে গরুসহ তাদের চাম্পাতলী এলাকায় নিয়ে আসেন।

সেখানে আগে থেকেই উপস্থিত জনতা তাদেরকে ধরে ফেলে এবং থানায় সোপর্দ করে। স্থানীয় মিন্টু পাহাড়ী গরুটি নিজের বলে দাবি করলে তিনি থানায় মামলা দায়ের করেন। মামলায় আরও কয়েকজন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

 ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, “গ্রেপ্তার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জড়িত থাকার কথা স্বীকার করেছে। গরুটির বিষয়ে আদালতের আদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”