জমি নিয়ে বিরোধ: ভাইয়ের হাতে ভাই জখম


dailymukti24 প্রকাশের সময় : জুন ১২, ২০২৫, ৯:২৯ অপরাহ্ন /
জমি নিয়ে বিরোধ: ভাইয়ের হাতে ভাই জখম

খালিদ হোসেন, নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার চিলগাছা রঘুনাথপুর গ্রামে বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও মসজিদের ইমাম হাফেজ শাহরিয়ার রানা (৩০)-কে বেধড়ক মারধর করেন তার আপন বড়ভাই এস এম শামসুজ্জোহা রুমি (৪৫) ও ভাবি রুমা। স্থানীয়রা আহত অবস্থায় রানাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় সূত্র জানায়, বাবা আবু সাইদ শেখের মৃত্যুর পর থেকে দুই ভাইয়ের মধ্যে জমি ভাগ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রুমি পিতার সম্পত্তি অন্যত্র বিক্রির চেষ্টা করলে বাধা দেন হাফেজ রানা। এতে ক্ষিপ্ত হয়ে রুমি ও তার স্ত্রী মিলে বাঁশের লাঠি দিয়ে রানার মাথা, হাত ও হাঁটুতে মারাত্মক আঘাত করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. নাইম বলেন,  “জমিজমা নিয়ে বিরোধের জেরে রুমি ও রুমা মিলে রানা ভাইকে পিটিয়ে আহত করেছে। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই।”

আহত শাহরিয়ার রানা বলেন,  “আমার বড়ভাই আমাকে পিতার সম্পদ থেকে বঞ্চিত করে একাই দখলে রাখতে চান। নিষেধ করায় আমাকে পিটিয়ে আহত করে এবং হুমকি দিয়ে বলেন, ‘বাড়ি ছেড়ে চলে যা, নয়ত মেরে ফেলব।’ আমি আইনের আশ্রয় চাই।”

নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক ডা. শরিফ বলেন,  “রোগীর শরীরে একাধিক আঘাত রয়েছে তবে বড় কোনো আশঙ্কা নেই। চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠবে।”

অভিযুক্ত রুমি বলেন,  “ছোটখাটো হাতাহাতি হয়েছে, এটা এত কিছু বলার মতো কিছু না। ও সাংবাদিক ও থানায় গেছে, আমি যাইনি। জমি বঞ্চনার অভিযোগ সঠিক নয়।”

নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন,  “এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”