নড়াইলে ট্রলি-ইজিবাইক সংঘর্ষে দম্পতি নিহত


dailymukti24 প্রকাশের সময় : জুন ১২, ২০২৫, ১২:২২ অপরাহ্ন /
নড়াইলে ট্রলি-ইজিবাইক সংঘর্ষে দম্পতি নিহত

খালিদ হোসেন, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় ট্রলি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে এ দুর্ঘটনায় প্রাণ হারান উপজেলার বড় কালিয়া গ্রামের বাসিন্দা জাফর মুন্সি (৭০) ও তাঁর স্ত্রী মর্জিনা বেগম (৬০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে একটি বালুবোঝাই ট্রলি কালিয়ার দিকে যাচ্ছিল। পথে তালবাড়িয়া মৌলভী মোড় এলাকায় পৌঁছালে বড়দিয়া গামী একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রী জাফর মুন্সি ও তাঁর স্ত্রী মারাত্মক আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে তাঁদের মৃত্যু হয়।”

এ ঘটনায় নড়াগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মুরাদ হোসেন জানান, “দুর্ঘটনাকবলিত ট্রলি ও ইজিবাইকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”