আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর)
ফরিদপুরের সালথা উপজেলার ছোট বাহিরদিয়া এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম তানহা ইসলাম (৭) ও আবু তালহা (৫)। তারা মধুখালী উপজেলার জামালপুর গ্রামের সুমন মিয়ার সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার শিশু দুইটি তাদের মা মিতা আক্তারের সাথে নানার বাড়ি বেড়াতে আসে। পরদিন সকালে আবু তালহা বাড়ির পাশের পুকুরে কয়েক শিশুর সঙ্গে গোসলে নামে এবং সাঁতার না জানায় হঠাৎ পানিতে ডুবে যায়। পাশে থাকা বোন তানহা ছোট ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দিলে সেও পানিতে তলিয়ে যায়।
পরিবারের লোকজন খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
🔴 রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন বলেন, “ছোট বাহিরদিয়ায় এই দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্ষা মৌসুম শুরু হয়েছে, তাই অভিভাবকদের সন্তানের প্রতি আরও সচেতন হওয়া প্রয়োজন।”
আপনার মতামত লিখুন :