ভূমি অফিসে নামজারিতে ঘুষের ভিডিও ভাইরাল


dailymukti24 প্রকাশের সময় : জুন ১২, ২০২৫, ৯:৪১ অপরাহ্ন /
ভূমি অফিসে নামজারিতে ঘুষের ভিডিও ভাইরাল

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ভূমি অফিসে নামজারি করতে ১৬ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছেন কর্মরত সার্ভেয়ার আবুল কালাম আজাদ। এ ঘটনায় তার টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, সার্ভেয়ার আবুল কালাম আজাদ অফিস কক্ষে বসেই পাঁচ শত ও এক হাজার টাকার নোট গুনে নিচ্ছেন। এক ভুক্তভোগী গোপনে ভিডিওটি ধারণ করেন। তিনি নাম প্রকাশে অনিচ্ছুক থাকলেও ভিডিওতে স্পষ্ট বোঝা যায়, বিষয়টি কোনো ব্যক্তিগত লেনদেন নয়, বরং সরকারি সেবা নিতে ঘুষের অংশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সার্ভেয়ার আবুল কালাম আজাদ ২০২৩ সালের ২০ নভেম্বর রাণীশংকৈল ভূমি অফিসে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি একটি ঘুষ সিন্ডিকেট গড়ে তুলেছেন বলে অভিযোগ উঠেছে। মোটা অংকের টাকা ছাড়া কোনো সেবা দেন না—এমন অভিযোগ ভুক্তভোগীদের।

ভিডিও প্রকাশের পর একাধিক গণমাধ্যমকর্মী বিষয়টি নিয়ে সরব হলে, সার্ভেয়ার আজাদ দাবি করেন,
“ভিডিওতে দেখা টাকা ঘুষ নয়, বরং ধার নেওয়া টাকা।”

তবে ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, নামজারির কাজের অগ্রগতি পেতে তাকে এ টাকাটি বাধ্য হয়ে দিতে হয়েছে। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিউল মাজলুবিন রহমান বা সহকারী কমিশনার (ভূমি) এর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
অন্যদিকে  ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা মুঠোফোনে জানান, “ভিডিওটি আমি দেখেছি, অফিস খোলার পর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সাধারণ মানুষের দাবি, এমন কর্মকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সরকারি অফিসে দুর্নীতি করতে না পারে।