রাণীশংকৈলে ফল মেলার উদ্বোধন


dailymukti24 প্রকাশের সময় : জুন ১৯, ২০২৫, ১২:০৩ অপরাহ্ন /
রাণীশংকৈলে ফল মেলার উদ্বোধন

 মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে, বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। মেলাটি আয়োজন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান।

জাতীয় ফল মেলার আয়োজন করা হয় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে, যেখানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  শাফিউল মাজলুবিন রহমান

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম (অতিরিক্ত উপ-পরিচালক, উদ্যান বিভাগ), শামীমা নাজনীন (জেলা প্রশিক্ষণ কর্মকর্তা), রূপম চন্দ্র মহন্ত (উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা), শফিউল হাসান (কৃষি অফিসার), মাওলানা রজব আলী (উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি), শাহাজাহান আলী (পৌর বিএনপি সভাপতি), মোশারফ হোসেন (কৃষক দল সভাপতি),এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক, চাষি ও স্থানীয় দর্শনার্থীবৃন্দ।

মেলায় আম, কাঁঠাল, লিচু, মালটা, তরমুজ, পেঁপে, পেয়ারা, ডালিম, আনারস, খেজুর, তাল, কলা সহ বিভিন্ন মৌসুমী ফল ও ফল চারা প্রদর্শন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং স্থানীয় ফলচাষিদের উৎসাহিত করেন বেশি করে ফল চাষ করতে। মেলাটি আগামী তিন দিন পর্যন্ত খোলা থাকবে।