নিজস্ব প্রতিনিধি, কালীগঞ্জ
২০২৫ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল ও পরীক্ষা সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালীগঞ্জ উত্তর থানা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জুন) বিকেলে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন শাখা সভাপতি আকিমুল ইসলাম তুহিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. জাহাঙ্গীর আলম, সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন—রাশেদুল ইসলাম লিজু, জেলা সেক্রেটারি, মাওলানা মুফতি আব্দুর করিম, সাবেক বাইতুলমাল সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ও প্রতিষ্ঠাতা সভাপতি, কালীগঞ্জ উত্তর সাংগঠনিক থানা শাখা।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,“আত্মশুদ্ধি, অধ্যবসায় ও ইসলামী মূল্যবোধ ধারণ করে দেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।”
দোয়া পরিচালনার মাধ্যমে পরীক্ষার্থীদের সফলতা কামনা করা হয় এবং পরিশেষে শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :