ফেসবুকে মিথ্যা পোস্টের দায় স্বীকার, সংবাদ সম্মেলন


dailymukti24 প্রকাশের সময় : জুন ২২, ২০২৫, ১:৫৬ অপরাহ্ন /
ফেসবুকে মিথ্যা পোস্টের দায় স্বীকার, সংবাদ সম্মেলন

ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করায় মোঃ আবু বক্কর সিদ্দিক সংবাদ সম্মেলনের মাধ্যমে দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন।

রবিবার (২২ জুন) সকাল ১০টায় উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে আবু বক্কর সিদ্দিক বলেন,
“আমি মোঃ আবু বক্কর সিদ্দিক, গ্রাম-সিংড়া কলেজপাড়া, ২ জুন ২০২৫ তারিখে আমার ফেসবুক আইডি থেকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সারোয়ার হোসেন ও অন্যান্য নেতাদের নামে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ করে পোস্ট দিই। অনেকেই এ বিষয়ে আমাকে প্রশ্ন করলে আমি সঠিক প্রমাণ দিতে পারিনি এবং পরে অনুতপ্ত হই। আমার পোস্টে যাদের সামাজিক সম্মানহানি হয়েছে, তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।”

তিনি আরও জানান,
“ফেসবুক সম্পর্কে আমার স্পষ্ট ধারণা না থাকায় আমি আজ থেকে আমার আইডি ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি।”

সংবাদ সম্মেলনে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।