মাদ্রাসায় আইপিএস দান করলেন তৌহিদুল ইসলাম বাবু


dailymukti24 প্রকাশের সময় : জুন ২২, ২০২৫, ২:১৭ অপরাহ্ন /
মাদ্রাসায় আইপিএস দান করলেন তৌহিদুল ইসলাম বাবু

মোঃ সুলতান মারজান, রংপুর
রংপুরের বুজরুক সন্তোষপুর নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও শিশু সদনে অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ, মতবিনিময় ও দোয়া মাহফিল। শনিবার (২১ জুন) বাদ জোহর মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সাহেব মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও বাংলাদেশ এসি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম (বাবু)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বালুয়া মাসিমপুর ইউনিয়নের সভাপতি ডা. মোঃ মাহাবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তৌহিদুল ইসলাম বাবু বলেন,
 “আমি আপনাদের পাশেই আছি। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব, আপনাদের সাহায্য-সহযোগিতা করব।”

মাদ্রাসায় শিক্ষার্থীদের লেখাপড়ায় বিদ্যুৎ বিভ্রাটের কথা জানতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে একটি আইপিএস (IPS) প্রদান করার প্রতিশ্রুতি দেন। তিনি জানান,
 “মাদ্রাসা কর্তৃপক্ষ যখন চাইবেন, তখনই আমি আইপিএসটি হস্তান্তর করব।”

অনুষ্ঠানে অভিভাবকগণ তাদের মতামত তুলে ধরেন এবং দোয়া ও মোনাজাতে শিক্ষার্থীদের মঙ্গল ও মাদ্রাসার সার্বিক উন্নতির জন্য দোয়া করা হয়।