মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ (সাতক্ষীরা)
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রোকেয়া মনসুর মহিলা কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ জুন) সকালে কলেজের হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়। বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্য শেখ নাজমুল ইসলাম, শেখ সাইফুল বারী, সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, ইন্দ্রজিৎ কুমার মন্ডল, মাসুদুর রহমান প্রমুখ। সঞ্চালনা করেন ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন পরীক্ষার্থী সানজিদা আক্তার ও প্রথম বর্ষের শিক্ষার্থী সাদিয়া তাবাসসুম ইশা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুর রউফ। এ সময় কলেজের অন্যান্য শিক্ষক, কর্মচারী, এইচএসসি ও বিএম শাখার পরীক্ষার্থী, এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জীবনের নতুন অধ্যায়ে সুন্দর ভবিষ্যতের জন্য শুভ কামনা জানানো হয় এবং নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :