আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর)
ফরিদপুরের সালথা উপজেলায় দীর্ঘ ১৬ বছর পর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুন) দুপুরে জেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে উপজেলা বিএনপির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে সম্মেলনস্থলে ও আশপাশের এলাকায়।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা দলে দলে এসে সম্মেলনে যোগ দেন। দীর্ঘদিন পর এমন আয়োজন তাদের মিলনমেলায় পরিণত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলার। প্রধান অতিথি ছিলেন জেলা আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, আমিনুর রহমান মুশা, সদস্য মুরাদ হোসেন মুরাদ ও ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ।
জেলা নেতৃবৃন্দ জানান,
“কেন্দ্রীয় নির্দেশনায় আগামী ১২ জুলাইয়ের মধ্যে প্রতিটি উপজেলা ও পৌর কমিটি গঠন সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে ধারাবাহিকভাবে সম্মেলন হচ্ছে। শিগগিরই ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন এবং আওয়ামী লীগের সঙ্গে আপস করেননি, তারাই অগ্রাধিকার পাবেন।”
সম্মেলনে সালথা উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী সিদ্দিকী খসরু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা শাহিনুর রহমান শাহিন, হাজী রাশেদ মাতুব্বার প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :