ব্যাটারি মনস্টার রিয়েলমি সি৭১ বাজারে


dailymukti24 প্রকাশের সময় : জুন ২৪, ২০২৫, ১:৩৭ অপরাহ্ন /
ব্যাটারি মনস্টার রিয়েলমি সি৭১ বাজারে

নিজস্ব প্রতিনিধি | তথ্যপ্রযুক্তি ডেস্ক
ব্যাটারি সচেতন স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য শক্তিশালী পারফরম্যান্স ও দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা নিয়ে বাজারে এসেছে রিয়েলমি সি৭১। তরুণপ্রজন্মের চাহিদা মাথায় রেখে নির্মিত এই ফোনটিকে ‘ব্যাটারি মনস্টার’ হিসেবে অভিহিত করেছে প্রযুক্তিপ্রেমীরা।

ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ এর ৬,৩০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি। মাত্র এক ঘণ্টার চার্জেই ফোনটি দুই দিন পর্যন্ত ব্যবহার করা সম্ভব, যা ব্যস্ত জীবনে এনে দেবে নিরবচ্ছিন্ন ব্যবহার সুবিধা।

ডিজাইন ও ডিসপ্লে:
রিয়েলমি সি৭১ আধুনিক ডিজাইন ও ১২০ হার্জ রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে নিয়ে এসেছে, যা এই দামের ফোনে বিরল। এর ‘লাইট পালস’ নোটিফিকেশন সিস্টেম নিঃশব্দে কল ও মেসেজ জানানোর আধুনিক উপায়।

এআই প্রযুক্তি:
ফোনটিতে রয়েছে একাধিক এআই-সক্ষম ফিচার যেমন, এআই নয়েজ রিডাকশন কল ২.০, এআই ক্লিয়ার ফেস, এআই ইমেজ ম্যাটিং ও এআই ইরেজার। এ ছাড়া, গুগল জেমিনি ও সার্কেল-টু-সার্চ ফিচার থাকায় স্মার্টফোন ব্যবহার হয়ে উঠবে আরও সহজ ও বুদ্ধিদীপ্ত।

ক্যামেরা পারফরম্যান্স:
রিয়েলমি সি৭১-এ রয়েছে ৫০ মেগাপিক্সেল এআই রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এতে যুক্ত রয়েছে ফ্লিকার লেন্স ও পালস লাইট নোটিফিকেশন, যা ছবি তোলা ও তথ্য গ্রহণকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে।

দাম ও ভ্যারিয়েন্ট:
ফোনটি পাওয়া যাচ্ছে দুটি ভ্যারিয়েন্টে—
📱 ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ১৪,৯৯৯ টাকা
📱 ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ১৫,৯৯৯ টাকা
ডায়নামিক মেমরি এক্সপানশন ফিচারে ফোনের পারফরম্যান্স বৃদ্ধি করে ২ টেরাবাইট পর্যন্ত এক্সপান্ড করা সম্ভব।

নানা ফিচার ও আকর্ষণীয় মূল্যের কারণে রিয়েলমি সি৭১ তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।