ঢাকায় সমাবেশে আসা বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৬


dailymukti24 প্রকাশের সময় : জুন ২৮, ২০২৫, ৬:০৯ অপরাহ্ন /
ঢাকায় সমাবেশে আসা বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৬

মো: খায়ের রাঢ়ি, মুন্সিগঞ্জ
ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে যোগ দিতে আসা একটি যাত্রীবাহী বাস মুন্সিগঞ্জের শ্রীনগরের সিংপাড়া-নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজ-২ এর মধ্যবর্তী ঢাকামাওয়া এক্সপ্রেসওয়ে সড়কে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। শনিবার গভীর রাতে রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওই স্থানে ঢাকামুখী একটি ট্রাকের পেছনে দ্রুতগামী বাসটি সজোরে ধাক্কা দেয়।

ঘটনার পর উভয় যান নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং আহতদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়। মোট নিহতের সংখ্যা চারজন এবং আহতের সংখ্যা কমপক্ষে ১৬।

নিহতরা হলেন—যশোরের নওপাড়া এলাকার জালাল উদ্দিন (৬৫), জিল্লুর রহমান, ডা. আঃ হালিম (পরিচয় আপাতত অজানা) ও বাসের হেলপার হাসিব। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শ্রীনগর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকায় প্রেরণ করে। হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, বাস ও ট্রাকের চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে। পুলিশ ও প্রশাসনের উদ্যোগে তদন্ত চলছে।