✍️ মাহাবুব আলম, ঠাকুরগাঁও রাণীশংকৈল-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ষা মৌসুমে বাড়তে শুরু করেছে ছাতা মেরামতকারীদের চাহিদা। জুন মাসের শেষ সপ্তাহে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হতেই পথে ঘাটে ছাতা হাতে বের হচ্ছেন মানুষ। পুরনো ছাতা ভেঙে গেলে কিংবা ফুটো হলে আশ্রয় এখন এসব মেরামতকারী কারিগররাই। অন্য সময় অবহেলিত হলেও বর্ষায় তাদের কদর বাড়ে কয়েক গুণ।
রাণীশংকৈলের বিভিন্ন হাটে এখন ছাতা কারিগরদের ব্যস্ততা বেড়েছে। অনেকেই আগে এই পেশা ছেড়ে দিলেও বৃষ্টির দিনে তারা আবার পসরা সাজিয়ে বসেন। কাতিহার হাটে দেখা মেলে আমজুয়ান গ্রামের কারিগর দরিমান আলীর। তিনি জানান, “গত মঙ্গলবার যাদুরাণী হাটে আয় হয়েছিল প্রায় ৩ হাজার টাকা, তবে আজ শনিবার আয় তেমন হয়নি।”
পীরগঞ্জ উপজেলার ছাতা কারিগর খায়রুল ইসলাম বলেন,“এ অঞ্চলে এখন আর তেমন ছাতা মেরামতের লোক পাওয়া যায় না। দেশের বিভিন্ন জায়গা থেকে এসেই এখন এখানে কাজ করি। বর্ষা থাকলে আয় হয়, না হলে বসে থাকতে হয়।”
আমজুয়ান গ্রামের তমিজ উদ্দিন ও ফইজুল ইসলাম জানান, “ছেলে-মেয়েরা লেখাপড়া করে। বর্ষায় কাজ থাকে বলে আয় হয়, তবে অন্য সময় আরেকটা কাজ না ধরলে সংসার চলে না।”
তবে এসব কারিগরদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম। তিনি বলেন, “ছাতা কারিগরদের আমরা স্বল্প সুদে ঋণ দিয়ে সহায়তা করবো, যাতে তারা এই কাজটিকে আরও টেকসই করতে পারেন।”
আপনার মতামত লিখুন :