ছাদ ধসে পড়ল লতিফ ছাত্রাবাসে, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা


dailymukti24 প্রকাশের সময় : জুন ২৯, ২০২৫, ১২:১৯ অপরাহ্ন /
ছাদ ধসে পড়ল লতিফ ছাত্রাবাসে, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা

ডিপিআই প্রতিনিধি, ঢাকা

২৮ জুন রাত ১টা ৪১ মিনিটে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসের ৪১২ নম্বর কক্ষে ছাদের একটি অংশ ধসে পড়ে। শিক্ষার্থীদের অভিযোগ—এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বারবার এমন ঘটনা ঘটছে। ছাদের পলেস্তারা ও ইট খণ্ড বিছানায় ঘুমন্ত শিক্ষার্থীর ওপর পড়ে—ভাগ্যক্রমে প্রাণহানি ঘটেনি, তবে ঘটতে পারত বড় দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ একটি শব্দ শোনা যায়, পরে ছাদের অংশ ভেঙে পড়ে। বিছানার একেবারে ওপরেই ইট ও পলেস্তারা পড়েছে—মাত্র কয়েক ইঞ্চি পার্থক্য হলে প্রাণহানির সম্ভাবনা ছিল।

ছাত্রাবাস পরিদর্শনে দেখা গেছে, চতুর্থ তলার অধিকাংশ কক্ষে ছাদে ফাটল, পলেস্তারা খসে পড়া এবং পানির চিহ্ন স্পষ্ট। এমনকি কিছু কক্ষ এতটাই ঝুঁকিপূর্ণ যে, ব্যবহার অনুপযোগী হলেও ছাত্রদের থাকার বিকল্প না থাকায় ব্যবহৃত হচ্ছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, “রক্ষণাবেক্ষণের অভাব ও কর্তৃপক্ষের অবহেলার কারণে পুরো ভবনই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।” বারবার অভিযোগ করলেও সংস্কার কিংবা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি।

এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন,  “আমরা এখানে জীবনের ঝুঁকি নিয়ে থাকছি। যতক্ষণ না বড় কোনো দুর্ঘটনা ঘটে, ততক্ষণ কর্তৃপক্ষ জেগে উঠবে না!”

শিক্ষার্থীরা দাবিও করেছেন—দ্রুত সংস্কার, সুনির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মিত পরিদর্শন চালু করতে হবে।

এ বিষয়ে [✓] সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা দপ্তরের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।