নিজস্ব প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট):
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সরকার অনুমোদিত পাথর ও বালু সাইটগুলোতে প্রতিদিন গাড়িপ্রতি ৫০০ থেকে ১০০০ টাকা চাঁদা আদায়ের অভিযোগ তুলেছেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার (১ জুলাই) রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ফেসবুক পোস্টে এই অভিযোগ করেন।
তিনি বলেন, এসব গাড়ি দেশের বিভিন্ন এলাকায় পাথর ও বালু পরিবহন করে, অথচ সাইট থেকে জিম্মি করে দৈনিক লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করা হচ্ছে।
সার্জিস আলমের অভিযোগ মতে, “সম্প্রতি পাটগ্রামের ইউএনও দুই চাঁদাবাজকে গ্রেফতার করে শান্তি ভঙ্গের অভিযোগে এক মাসের জেল দিয়েছেন। কিন্তু এরপর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী থানায় জোরপূর্বক প্রবেশ করে ভাঙচুর চালিয়ে সেই দুজনকে ছিনিয়ে নিয়ে যায়।”
তিনি আরও দাবি করেন, পরিস্থিতি সামাল দিতে লালমনিরহাট পুলিশ সুপার হাতীবান্ধা থানা থেকে অতিরিক্ত ফোর্স চাইলেও সেখানেও বিএনপির নেতাকর্মীরা থানার গেট অবরুদ্ধ করে রাখে।
সার্জিস আলম বলেন, “যদি বিএনপির নেতাকর্মীরা মাঠ পর্যায়ে ক্ষমতা ব্যবহার করে চাঁদাবাজি ও লুটপাট শুরু করে, তবে দেশের সংস্কার কীভাবে হবে?”
তিনি প্রশাসনের নির্লিপ্ত ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বলেন, জিম্মি করে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে, না হলে এনসিপি আন্দোলনে নামবে।
তিনি বলেন, “আমরা বিএনপির কথা কিংবা দফা দেখতে চাই না, অপরাধের বিরুদ্ধে অবস্থান ও একশন চাই—সেটা নিজের দলের নেতাকর্মীর বিরুদ্ধেও হোক।”
পাটগ্রাম থানা সুত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দুজন আসামিকে কারাদন্ড প্রদান করলে স্থানীয় বিএনপির সমর্থক কিছু নেতাকর্মী থানায় এসে তাদের ছিনিয়ে নেয় এ সময় পুলিশ বাধা দিলে তারা পুলিশকে আহত করে ও থানা ভাঙচুর করে।
আপনার মতামত লিখুন :