ফাহিম হোসেন রিজু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
মানুষের সমস্যা সমাধান করাই আমাদের রাজনীতি— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কাজ। জনগণই আমাদের বৈধতা। আমরা স্বৈরাচার হটিয়েছি, আর কখনো তা আসতে দেব না।”
শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের আজাদ মোড়ে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “চাঁদাবাজ, সন্ত্রাস এগুলোকে ভয় পাবেন না। আমরা প্রতিবাদ করতে শিখেছি, এটা চালিয়ে যেতে হবে। তা না হলে আবার নতুন করে স্বৈরাচার তৈরি হবে। জাতীয় নাগরিক পার্টি উত্তরবঙ্গের মানুষের জন্য কাজ করে যাবে। আমরা আমাদের পদযাত্রা শুরু করেছি উত্তরবঙ্গ থেকেই।”
তিনি আরও জানান, আগামী ৩ আগস্ট ঢাকায় একটি বিশাল কর্মসূচি নেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র ও উত্তরবঙ্গের মানুষের আশা-আকাঙ্ক্ষার সনদ জাতির সামনে উপস্থাপন করা হবে। তিনি বলেন, “যেভাবে গণঅভ্যুত্থানে আমরা বিজয়ী হয়েছি, তেমনভাবেই আগামী সংসদেও আমরা বিজয় অর্জন করব ইনশাআল্লাহ।”
সভায় আরও বক্তব্য দেন এনসিপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আকতার হোসেন, ঘোড়াঘাট উপজেলা শাখার সংগঠক প্রভাষক আব্দুল মান্নান সরকার, কেন্দ্রীয় সংগঠক মেহরাজ শাহরিয়ার মিথুনসহ অনেকে।
আপনার মতামত লিখুন :