রামপালে থেমে থেমে বৃষ্টি, বিপাকে দিনমজুর


dailymukti24 প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৫, ২:৪৪ অপরাহ্ন /
রামপালে থেমে থেমে বৃষ্টি, বিপাকে দিনমজুর

মোঃ আকাশ উজ্জামান শেখ,রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের রামপালে সারাদিন থেমে থেমে বৃষ্টির কারণে চরম দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের দিনমজুর, শ্রমিক, ভ্যানচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। বৃষ্টি ও নিম্নচাপজনিত দুর্যোগে এসব খেটে খাওয়া মানুষ বাইরে বের হয়ে কাজ করতে পারছেন না, ফলে তাদের জীবিকা একপ্রকার স্থবির হয়ে পড়েছে।

চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাতের কারণে পূর্বে কিছুদিন বিরতি থাকলেও, শনিবার (৫ জুলাই) সকাল থেকে রামপালে থেমে থেমে বৃষ্টি ও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় জনজীবনে ভোগান্তি শুরু হয়। দেশের উপকূলে মৌসুমী বায়ু সক্রিয় এবং সাগরে নিম্নচাপের কারণে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি থাকায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামপালের অধিকাংশ মানুষ মাছ চাষ, কৃষিকাজ, ভ্যানগাড়ি, ইজিবাইক বা মোটরবাইক চালানো এবং ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। কিন্তু বৃষ্টির কারণে কেউ মাঠে যেতে পারছেন না, আবার কেউ রাস্তায় ভ্যান বা ইজিবাইক নিয়ে বের হতে পারছেন না।

একজন ভ্যানচালক বলেন, “গতকাল বিকাল থেকে বৃষ্টি হচ্ছে, বলতে পারেন দুইদিন ইনকাম নেই। খাওয়ার খরচ তো আছেই, কিন্তু আজ গাড়ি একবারও বের করতে পারিনি। আমি না হয় ভিজলাম, কিন্তু যাত্রীরা তো ভিজে যেতে চাইবে না।”

এক ক্ষুদ্র ব্যবসায়ী জানান, “সকাল থেকে লোকজন নেই, রাস্তাঘাট ফাঁকা। বিকালে আশায় ছিলাম একটু বেচাকেনা হবে, কিন্তু তখনও বৃষ্টি শুরু হয়ে গেল। সরবরাহেও সমস্যা হচ্ছে, পণ্য আনতে পারছি না ঠিকমতো।”

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী তিনদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে খুলনা ও বাগেরহাটসহ সারাদেশে।

দীর্ঘস্থায়ী এই দুর্যোগে রামপালের নিম্নআয়ের মানুষদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠছে।