

মোঃ আব্দুর রহমান, বোদা উপজেলা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলার চার ছাত্রদল নেতার বহিষ্কারের প্রতিবাদে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বোদা কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়।
মিছিলটি শহরের শহীদ মিনার এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বহিষ্কারাদেশ প্রত্যাহার ও স্বপদে পুনর্বহালের দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম রিয়েল, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল রম্য, পাথরাজ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবু সাইদ প্রামাণিক, সদস্য সচিব মাজেদুর সরকার মুন্না।
বক্তারা বলেন,”গত ৬ জুলাই সাকোয়া বাজার এলাকায় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজের সঙ্গে কিছু লোকজনের ঝামেলার একটি ভিডিও ভাইরাল হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত ছাড়াই বোদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জীবন সরকার, পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল ইমনসহ চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা এই ঘটনায় কোনোভাবেই জড়িত ছিলেন না। এই বহিষ্কার সিদ্ধান্ত ষড়যন্ত্রমূলক এবং ভিত্তিহীন।”
বক্তারা দ্রুত সময়ের মধ্যে চার ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনর্বহালের দাবি জানান।
আপনার মতামত লিখুন :