ইসলামের অনুভূতি বিএনপিরই আছে: রিজভী


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৭-১৫, ১:৪৯ PM / ৮৪
ইসলামের অনুভূতি বিএনপিরই আছে: রিজভী

কুড়িগ্রাম প্রতিনিধি,

১৫ জুলাই মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত ‘আমরা বিএনপি পরিবার’ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ইসলামের জন্য কারও যদি সত্যিকারের অনুভূতি থাকে, তবে সেটা বিএনপিরই আছে।

তিনি অভিযোগ করেন, দু-একটি ইসলামি দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুগ্রহে রাজনীতির সুযোগ পেলেও এখন ইসলামের নাম ভাঙিয়ে নিজেদের আখের গোছাতে চায়।

তিনি আরও বলেন,  “ইউটিউব, সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিএনপিকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। এসব অপচেষ্টা আমরা জানি। নেতাকর্মীদের বলেছি, কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না।”

অনুষ্ঠানে কুড়িগ্রামে জুলাই-আগস্ট ২০২৪ সালের আন্দোলনে নিহত ১০ শহীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

রিজভী বলেন,  “গত ১৬ বছরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে যে গণতন্ত্রের মাটি তৈরি হয়েছিল, তারই ভিত্তিতে জুলাইয়ের আন্দোলন সফলতা পেয়েছে।” তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন,  “সারা দেশে দেড় হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন—শিশু, কিশোর, তরুণ এমনকি রিকশাচালকরাও রেহাই পাননি। কুড়িগ্রামে যেখানে ১০ জন শহীদ হন, সেখানে অন্যান্য জেলার অবস্থা সহজেই অনুমেয়।”

সমালোচনার জবাবে তিনি বলেন,  “আপনারা অপপ্রচার আর কুৎসা রটনায় ব্যস্ত, আর বিএনপির নেতাকর্মীরা আহত-নিহতদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে, সহানুভূতির হাত বাড়াচ্ছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এ সময় বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব এবং রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।