চীনের সাথে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৭-১৫, ১২:৫৭ PM / ৬৪
চীনের সাথে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন

আশিকুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে খিতাবখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিস্তা নদীর বাম তীরে পূর্ব সতর্কতামূলক সংরক্ষণ কাজ পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও পরিবেশ আন্দোলনের নেতা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বহু প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা দ্রুত এগিয়ে চলছে এবং এর বাস্তবায়ন দ্রুত হবে।

তিনি বলেন, “তিস্তা নদীর প্রকৃতি অনেকটাই উজানের দেশের ওপর নির্ভরশীল। ২০১১ সালে একটি চুক্তি হলেও এখনও স্বাক্ষর হয়নি। ২০১৬ সালে চীনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হলেও প্রকল্পটি অগ্রসর হয়নি।”

তিনি আরও জানান, বর্তমান সরকার জনগণের স্বপ্ন ও দাবির প্রতিফলন ঘটাতে চায়। এজন্য চীন সরকারের সঙ্গে জোরালো আলোচনা চলছে এবং ইতোমধ্যে পাঁচটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে যাতে প্রকল্পটি সরকারের নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী তৈরি হয়।

পরিদর্শনে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এনায়েত উল্লাহ, উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান, জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, রাজারহাট ইউএনও আল ইমরান ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান,  “রাজারহাট ও উলিপুর উপজেলার ২৪টি পয়েন্টে ৩৬ কোটি টাকায় পূর্ব সতর্কতামূলক সংরক্ষণ কাজ চলছে, যার ৮০% কাজ সম্পন্ন। চলতি বছরের ডিসেম্বরে বাকি কাজ শেষ হবে।”

এই প্রকল্পের মাধ্যমে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা বন্যা ও নদীভাঙন থেকে সুরক্ষা পাবে এবং তিস্তা নদীর টেকসই ও সমন্বিত ব্যবস্থাপনায় সহায়তা করবে।