রাণীশংকৈলে অ্যাভোকাডো চাষে আগ্রহ কৃষকের


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৭-২৪, ১০:০৩ AM / ৬৩
রাণীশংকৈলে অ্যাভোকাডো চাষে আগ্রহ কৃষকের

মোঃ মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)-

শস্য কিংবা সবজি নয়, এবার রাণীশংকৈলে জনপ্রিয় হচ্ছে বিদেশি ফল অ্যাভোকাডো। পুষ্টিগুণে ভরপুর এই ফলকে অনেকে “সৃষ্টিকর্তার বড় উপহার” হিসেবে আখ্যা দিয়ে থাকেন। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার উত্তরগাঁও গ্রামের কৃষক আব্দুল্লাহ শখ করে আমেরিকায় থাকা শ্যালকের কাছ থেকে এনে বপন করেন অ্যাভোকাডোর বীজ। এখন তার বাগানে একটি গাছে অর্ধ শতাধিক থোকা থোকা ফল ধরেছে, যা দেখতে অনেকটা পেয়ারার মতো এবং রং গাঢ় সবুজ।

কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, অ্যাভোকাডোতে রয়েছে প্রচুর প্রোটিন, খনিজ, ভিটামিন (এ, সি, ই, কে) এবং পটাসিয়াম, যা কলার চেয়ে ৬০% বেশি। এই ফল ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী। এতে ভালো কোলেস্টরেল ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকার কারণে এটি দেহকে রোগমুক্ত রাখতে সহায়তা করে। শিশুদের পুষ্টি, গর্ভবতী নারীদের জন্যও এটি বিশেষ উপযোগী।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সহিদুল ইসলাম বলেন, “আবহাওয়া ও মাটির গুণমান অনুকূল থাকলে দেশের অনেক এলাকায় বানিজ্যিকভাবে অ্যাভোকাডো চাষ করা সম্ভব। এটি ভবিষ্যতে দেশের পুষ্টিচাহিদা পূরণে ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, দেশে বর্তমানে বিদেশি অ্যাভোকাডো বাজারে বিক্রি হচ্ছে ৮০০-১২০০ টাকা কেজি দরে। ফলে স্থানীয় পর্যায়ে এর চাষ বাড়লে চাষিরা যেমন লাভবান হবেন, তেমনি দেশও পুষ্টিতে স্বনির্ভর হবে বলে আশা করছেন কৃষিবিদরা।