
তৌফিক জামান, কালীগঞ্জ (লালমনিরহাট)
লালমনিরহাটের কালীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে ইউনিক একাডেমিক কেয়ারের উদ্যোগে “রচনা প্রতিযোগিতা-২০২৫”-এর পুরস্কার বিতরণী ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে ইউনিক একাডেমিক কেয়ার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. তৌহিদ হাসান, আবাসিক মেডিকেল অফিসার, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শামসুদ্দিন-কমরউদ্দিন কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান মিলন, সিনিয়র প্রভাষক কামাল হোসেন, এবং সংস্কৃত বিভাগের প্রভাষক দীনেন্দ্র কুমার রায়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাখখারুল ইসলাম, চাপারহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিতেন্দ্র নাথ সিংহ, সহকারী শিক্ষক আব্দুল হালিম, উত্তর বালাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা এবং উত্তর দলগ্রাম আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক পবিত্র কুমার বর্মা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরিফুল ইসলাম।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে পরিবেশ, সমাজ ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ। ইউনিক একাডেমিক কেয়ারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
প্রতিষ্ঠানটি ২০২০ সাল থেকে নিয়মিতভাবে শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করে আসছে। স্থানীয়রা জানিয়েছেন, প্রতিষ্ঠানটির পড়াশোনার মানও অনেক ভালো।