
ঢাকা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় যেসব বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে, তার ভিত্তিতে নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়।
শনিবার (২ আগস্ট) ঢাকাস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দলের জাতীয় কমিটির দিনব্যাপী সভায় এ দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।
সভায় আরও বক্তব্য রাখেন— স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, আবদুল কাদের হাওলাদার, এটিএম মহব্বত আলী, করিম সিকদার, মঞ্জুর আহমেদ মঞ্জু, রফিকুল ইসলাম খোকন, আনোয়ারুল ইসলাম বাবু; যুগ্ম সাধারণ সম্পাদক এড. জাকির আহমেদ, অধ্যাপক এমরান আল আমিন; সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, অধ্যাপক ইদ্রিস আলী, শাহাজাহান আলী সাজু, স্বপন কুমার দাস; ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আব্দুস সালাম খোকন; তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফম ইসমাইল চৌধুরী সম্রাট, প্রচার সম্পাদক মহিউদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশফাকুর রহমান সবুজ প্রমুখ।
সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, বিদ্যমান অনিশ্চয়তা ও অস্থিরতা নিরসনে নির্বাচিত সরকারের বিকল্প নেই। ১৯৭২ সালের সংবিধানে অন্তর্ভুক্ত চার মূলনীতির প্রশ্নে আপোষের কোনো সুযোগ নেই। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির বিষয় যুক্ত হতে পারে, তবে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নেই।
এছাড়া, জাতীয় সংসদের নারী আসনে সরাসরি নির্বাচনের বিধান না রাখায় সভায় প্রতিবাদ জানানো হয়।
সভা আগামী ৫ আগস্টকে গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালনের জন্য জাসদের সব শাখাকে আহ্বান জানায়। এদিন বিকেলে শিশু কল্যাণ পরিষদে কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে।