ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
চীন সফরে বাংলাদেশি সিডস বিজয়ীরা - দৈনিক মুক্তি

চীন সফরে বাংলাদেশি সিডস বিজয়ীরা

ডেস্ক রিপোর্ট | ঢাকা


হুয়াওয়ে আয়োজিত ‘সিডস ফর দ্য ফিউচার ২০২৫, বাংলাদেশ’-এর আট বিজয়ীর চীন সফর শুরু হয়েছে। ১০ দিনব্যাপী এ সফরে তাঁরা ডিজিটাল ট্যালেন্ট সামিটে অংশ নেবেন এবং ফাইভ-জি, এআই, আইওটি ও স্মার্ট সিটি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন। এছাড়া সামাজিক যোগাযোগমূলক কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন।

বিশ্বব্যাপী অনুষ্ঠিত এ আয়োজনে বিজয়ীরা শিল্পখাতের বিশেষজ্ঞ ও নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাচ্ছেন, যা ভবিষ্যতে বাংলাদেশের আইসিটি খাতকে এগিয়ে নিতে তাদের বাস্তব অভিজ্ঞতা হিসেবে কাজ করবে।

হুয়াওয়ে সাউথ এশিয়ার হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস তানভীর আহমেদ বলেন, “এটি কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং বৈশ্বিক প্রেক্ষাপটে আইসিটি জ্ঞান ও নেটওয়ার্কিং অর্জনের অসাধারণ সুযোগ। এবারের বিজয়ীরা নিজেদের দক্ষতা দিয়ে দেশের প্রযুক্তিখাতে অবদান রাখবেন।”

এবারের বিজয়ীরা হলেন:

  • সায়েদ আতিফ রায়হান (এআইইউবি)

  • ফারিসা জায়নাহ জামান (নর্থ সাউথ)

  • নাফিম করিম খান (ব্র্যাক ইউনিভার্সিটি)

  • মো. রেজওয়ান উল্লাহ (বুয়েট)

  • তাসনিয়া ইফফাত (ঢাকা বিশ্ববিদ্যালয়)

  • মোঃ সাফিউস সিফাত (রুয়েট)

  • নুফসাত ফারুক (আইইউটি)

  • ওয়াসিফ উদ্দিন (আইইউটি)

প্রায় ৩,০০০ আবেদন থেকে একাধিক ধাপের বাছাই প্রক্রিয়া শেষে এই আটজনকে নির্বাচিত করা হয়। এ প্রোগ্রাম ইতোমধ্যে ১৪১ দেশের ১৮,০০০ শিক্ষার্থীকে উপকৃত করেছে এবং বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৫০০-এর বেশি যৌথ কার্যক্রম পরিচালনা করছে।

ট্যাক

চীন সফরে বাংলাদেশি সিডস বিজয়ীরা

আপডেট সময় ০৮:১০:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

ডেস্ক রিপোর্ট | ঢাকা


হুয়াওয়ে আয়োজিত ‘সিডস ফর দ্য ফিউচার ২০২৫, বাংলাদেশ’-এর আট বিজয়ীর চীন সফর শুরু হয়েছে। ১০ দিনব্যাপী এ সফরে তাঁরা ডিজিটাল ট্যালেন্ট সামিটে অংশ নেবেন এবং ফাইভ-জি, এআই, আইওটি ও স্মার্ট সিটি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন। এছাড়া সামাজিক যোগাযোগমূলক কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন।

বিশ্বব্যাপী অনুষ্ঠিত এ আয়োজনে বিজয়ীরা শিল্পখাতের বিশেষজ্ঞ ও নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাচ্ছেন, যা ভবিষ্যতে বাংলাদেশের আইসিটি খাতকে এগিয়ে নিতে তাদের বাস্তব অভিজ্ঞতা হিসেবে কাজ করবে।

হুয়াওয়ে সাউথ এশিয়ার হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস তানভীর আহমেদ বলেন, “এটি কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং বৈশ্বিক প্রেক্ষাপটে আইসিটি জ্ঞান ও নেটওয়ার্কিং অর্জনের অসাধারণ সুযোগ। এবারের বিজয়ীরা নিজেদের দক্ষতা দিয়ে দেশের প্রযুক্তিখাতে অবদান রাখবেন।”

এবারের বিজয়ীরা হলেন:

  • সায়েদ আতিফ রায়হান (এআইইউবি)

  • ফারিসা জায়নাহ জামান (নর্থ সাউথ)

  • নাফিম করিম খান (ব্র্যাক ইউনিভার্সিটি)

  • মো. রেজওয়ান উল্লাহ (বুয়েট)

  • তাসনিয়া ইফফাত (ঢাকা বিশ্ববিদ্যালয়)

  • মোঃ সাফিউস সিফাত (রুয়েট)

  • নুফসাত ফারুক (আইইউটি)

  • ওয়াসিফ উদ্দিন (আইইউটি)

প্রায় ৩,০০০ আবেদন থেকে একাধিক ধাপের বাছাই প্রক্রিয়া শেষে এই আটজনকে নির্বাচিত করা হয়। এ প্রোগ্রাম ইতোমধ্যে ১৪১ দেশের ১৮,০০০ শিক্ষার্থীকে উপকৃত করেছে এবং বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৫০০-এর বেশি যৌথ কার্যক্রম পরিচালনা করছে।