
নূর ই আলম | ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমানের বহিষ্কার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন। অভিযোগ উঠেছে, আওয়ামী শাসনামলে তিনি সাজানো ক্রসফায়ার, জঙ্গি নাটক, বিরোধী মত দমন ও শিক্ষার্থীদের হয়রানির মূল হোতা ছিলেন।
রোববার (২৪ আগস্ট) দুপুরে জিয়ামোড় থেকে একটি মিছিল বের হয়, যা প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে পরিণত হয়। এতে ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফিসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীরা নানা স্লোগান দেন—”মাহবুবের বহিষ্কার করতে হবে”, “প্রক্টর মাহবুবের কালো হাত ভেঙ্গে দাও”, “আওয়ামীলীগের ঠিকানা ক্যাম্পাসে হবে না” ইত্যাদি।
ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান বলেন, গত শাসনামলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপকভাবে নির্যাতিত হয়েছিল। প্রক্টর মাহবুব শিক্ষার্থীদের গুমের হুমকি দিতেন। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশে বলেন, যদি সামর্থ্য থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, না হলে চলে যান। এছাড়া তিনি ইকসু চালু, শিক্ষার্থীদের শতভাগ আবাসিকতা নিশ্চিত, ক্যাম্পাস ডিজিটালাইজেশন ও ছাত্র সাজিদ আব্দুল্লাহ হত্যার দ্রুত বিচার দাবি করেন।