ফরিদপুরে গণ অধিকার সভাপতির অব্যাহতি


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৮-২৫, ১:০৩ PM / ১০৫
ফরিদপুরে গণ অধিকার সভাপতির অব্যাহতি

আরিফুল ইসলাম | সালথা (ফরিদপুর)

গণ অধিকার পরিষদ সালথা উপজেলা শাখার সভাপতি মো. ফারুক ফকিরকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করেছে ফরিদপুর জেলা গণ অধিকার পরিষদ। সোমবার (২৫ আগস্ট) জেলা দপ্তর সম্পাদক আলামিন হোসেন লিখন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ আগস্ট ‘২৪ এর গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনায় উপজেলা সভাপতি ফারুক ফকিরের প্রকাশ্য মদদে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সভাটি পণ্ড হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে জেলা কমিটির জরুরি সিদ্ধান্তে তাকে অব্যাহতি দেওয়া হয়। তাকে ৭ দিনের মধ্যে আত্মপক্ষ সমর্থনের সুযোগসহ কারণ দর্শানোর নির্দেশও প্রদান করা হয়েছে।

জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন বলেন, “আমাদের একজন কেন্দ্রীয় নেতার উপস্থিতিতেই ফারুক ফকিরের মদদে সভায় বিশৃঙ্খলা ঘটে। বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিতও হয়েছে। তাই তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।”

এ বিষয়ে ফারুক ফকির জানান, “ঘটনায় আমার সরাসরি সংশ্লিষ্টতা নেই। সমর্থকরা হয়তো বিষয়টি মেনে নিতে পারেনি। আমি সাংগঠনিকভাবে কারণ দর্শানোর জবাব দেব।”

উল্লেখ্য, আলোচনার সময় ব্যানার নিয়ে বিরোধকে কেন্দ্র করে হট্টগোল শুরু হয়। হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি পর্যন্ত পরিস্থিতি গড়ায়। কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খানের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও, বিষয়টি নিয়ে উপজেলা সভাপতির সমালোচনা শুরু হয়।