ঘোড়াঘাটে হারিয়ে যাচ্ছে নরসুন্দর পেশা


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৮-৩১, ১১:৫১ PM / ৮২
ঘোড়াঘাটে হারিয়ে যাচ্ছে নরসুন্দর পেশা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার গ্রামবাংলার ঐতিহ্যবাহী নরসুন্দর পেশা এখন বিলীনপ্রায়। একসময় চুল-দাড়ি কাটার পাশাপাশি বিয়ে, সামাজিক আচার-অনুষ্ঠানে নরসুন্দরদের ছিল অপরিহার্য ভূমিকা। তবে আধুনিক সেলুন, শহুরে জীবনযাত্রা ও তরুণ প্রজন্মের নতুন পেশা বেছে নেওয়ার প্রবণতার কারণে এ পেশার প্রতি আগ্রহ কমে গেছে।
বর্তমানে বলোগাড়ী, রাণীগঞ্জ, ওসমানপুর, ডুগডুগি ও স্থানীয় হাট-বাজারে হাতে গোনা কয়েকজন নরসুন্দর কোনোমতে জীবিকা চালাচ্ছেন।
স্থানীয় প্রবীণরা জানান, আগে নরসুন্দরের দোকান শুধু চুল কাটার জায়গা ছিল না, এটি ছিল গ্রামের আড্ডাখানা ও খবর আদান-প্রদানের স্থান। আজ আর সেই চিত্র নেই।
বিশেষজ্ঞরা মনে করেন, নরসুন্দরদের টিকিয়ে রাখতে হলে সরকারি প্রণোদনা, প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা প্রয়োজন। সামাজিক নিরাপত্তা কর্মসূচি ছাড়া গ্রামীণ সংস্কৃতি থেকে এই পেশা হারিয়ে যাবে বলেও আশঙ্কা করছেন তারা।