জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী কমিটি এক বিবৃতিতে গতকাল ৫ সেপ্টেম্বর (শুক্রবার) রাজধানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংঘটিত হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দেয়া বিবৃতিতে জাসদ বলেছে, রাজনৈতিক কারণে মব সৃষ্টি করে ভিন্নমত দমন বাংলাদেশের গণতান্ত্রিক পথচলায় এক বর্বর দৃষ্টান্ত। এ ধরনের ঘটনা কোনো রাজনৈতিক দলের জন্যই কল্যাণকর নয়।
বিবৃতিতে হামলার দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা প্রদানের জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়।