মোঃ রতন মিয়া | পীরগঞ্জ, রংপুর
রংপুরের পীরগঞ্জে প্রথমবারের মতো ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ মেজবা উল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল বাছেত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক ডি এম আব্দুল হাকিম, অ্যাডভোকেট আব্দুর রউফ পাপুলসহ আরও অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম মুজাহিদ।
বক্তারা বলেন, হাসপাতালের মূল লক্ষ্য হলো—সকল শ্রেণি-পেশার মানুষের জন্য সুলভ মূল্যে উন্নত চিকিৎসা সেবা প্রদান করা। স্থানীয় সুধীজনরা এ উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।