জাকির হোসেন | শার্শা, যশোর
যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারতীয় কাঁচা মরিচবাহী ট্রাক থেকে একটি এয়ার পিস্তল ও ৯৩ রাউন্ড এয়ার প্লেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল আইসিপির মেইন গেটে ট্রাক তল্লাশির সময় চালক গুরজীত সালুজা (৩১) ও হেল্পার রাম দাস নাওয়াদি (২৪) কে আটক করে বিজিবি। তারা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বিতুল জেলার বাসিন্দা।
বিজিবি জানায়, সীমান্ত মেইন পিলার ১৮/৩ এস থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের ভেতরে ট্রাক (নং CG04PU5288) তল্লাশি করে অস্ত্র সদৃশ এয়ার পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
যশোর ঝুমঝুমপুর বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকটি থেকে অস্ত্র সদৃশ জিনিস জব্দ করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।