রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীরে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে আলমপুর, মদনখালী ও টুকুরিয়া ইউনিয়নের সাধারণ মানুষ ও স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কোটি কোটি টাকা ব্যয়ে হাসপাতালটি নির্মিত হলেও এখনো কার্যক্রম চালু হয়নি। চিকিৎসক নিয়োগ না থাকায় মাত্র দু’জন স্বাস্থ্যকর্মীর মাধ্যমে কাগুজে কার্যক্রম সীমাবদ্ধ রাখা হয়েছে। ফলে মা ও শিশুদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা অবিলম্বে হাসপাতালটি চালুর দাবি জানিয়ে বলেন, এক সপ্তাহের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। তারা আরও জানান, স্বাস্থ্যখাতে অবহেলার কারণে গ্রামীণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।
মানববন্ধনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ও সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় বক্তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানেরও ঘোষণা দেন।
আপনার মতামত লিখুন :