ঘোড়াঘাটে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন


dailymukti24 প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৫, ৭:২৯ অপরাহ্ন /
ঘোড়াঘাটে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা দুইদিন ধরে অনশনে বসে আছেন দিশা মনি (২০) নামে এক তরুণী।
ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ গ্রামে প্রেমিক স্বাধীন মিয়ার (২০) বাড়িতে অনশনে বসে প্রেমিকা দিশা মনি (২০)।
প্রেমিক স্বাধীন মিয়া ওই গ্রামের ইয়াকুব আলীর ছেলে। অনশনরত প্রেমিকা দিশা মনি রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীর ইউনিয়নের ধর্মদাশপুর গ্রামের দুলু মিয়ার মেয়ে।
খোঁজ জানা যায়, প্রেমিক স্বাধীন মিয়া নিজেই প্রেমিকাকে বাড়িতে ডেকে আনে। ডেকে আনার পর ঘটনাটি প্রকাশ্যে আসলে গা-ঢাকা দিয়েছে প্রেমিক স্বাধীন মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, সাত মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল স্বাধীন মিয়া ও দিশা মনির। সম্পর্কের শুরু থেকে বিয়ের আশ্বাস দিলেও হঠাৎ পাল্টে যায় স্বাধীন। একপর্যায়ে বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নিজেই দিশাকে বাড়িতে ডেকে আনে সে। কিন্তু বিষয়টি এলাকায় জানাজানি হলে স্বাধীন মিয়া বাড়ি থেকে পালিয়ে যায়।
আরো জানা যায় দিশা মনির এর আগে দুই জায়গায় বিয়ে হয়েছিল।
প্রেমিকের বাড়িতে দিশা মনি টানা দুইদিন ধরে অবস্থান নিয়ে অনশন করছেন। ফলে ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।