ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার নবীন বরণ অনুষ্ঠিত


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৯-১৯, ৮:৪১ PM / ৮০
ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার নবীন বরণ অনুষ্ঠিত

আরিফুল ইসলাম | সালথা, ফরিদপুর

ফরিদপুরের সালথা উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার আলিম ১ম বর্ষ ও ফাজিল ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার আয়োজনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মাদ্রাসার হলরুমে এক আলোচনা সভা আয়োজন করা হয়।

মাদ্রাসার অধ্যক্ষ আবু ছায়েম মোল্যার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মামুন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মো. তারিকুল ইসলাম, যুবদল নেতা এনায়েত হোসেন, আইনপুর ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আবুল হাসান, সালথা দাখিল মাদ্রাসার সুপার তাওফিক হোসেন, সুলতানিয়া দাখিল মাদ্রাসার সুপার শাহ হাবিবুল্লাহ প্রমুখ। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে শিক্ষার গুরুত্ব ও ভূমিকা তুলে ধরেন। শিক্ষার্থীদের ইসলামিক শিক্ষা গ্রহণ করে নতুন বাংলাদেশ গঠনে সক্রিয় হওয়ার আহবান জানান।