নিজস্ব প্রতিবেদক | দৈনিক মুক্তি
দৈনিক মুক্তিতে খবর প্রকাশের পর থেকেই লিভার ক্যান্সারে আক্রান্ত দেড় বছরের শিশু ইয়ামিনের চিকিৎসার জন্য দেশ-বিদেশ থেকে অসংখ্য মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ইতিমধ্যে প্রাপ্ত অনুদান ও সহযোগিতার টাকায় প্রথমে ইয়ামিনকে রংপুরে নিয়ে চিকিৎসা শুরু করা হয়।
ধাপে ধাপে অনুদানের পরিমাণ বেড়ে বর্তমানে ইয়ামিনের পরিবারের হাতে জমা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫৩৫ টাকা (রংপুরে চিকিৎসা খরচ ব্যতীত)। পরিবার জানিয়েছে, প্রতিটি টাকা কেবল ইয়ামিনের চিকিৎসার জন্যই ব্যয় করা হচ্ছে।
আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে ইয়ামিনের জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। চিকিৎসা করবেন ডা. ইকবাল মূর্শেদ কবির, সিনিয়র কনসালট্যান্ট, গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজি বিভাগ।
ইতিমধ্যে মঙ্গলবার সন্ধ্যায় ইয়ামিন ও তার বাবা-মা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত নতুন কোনো অনুদান গ্রহণ করা হচ্ছে না। তারা সবার কাছে ছোট্ট ইয়ামিনের দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন।
আপনার মতামত লিখুন :