বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল যশোর-খুলনা মহাসড়কে মুড়লীর মোড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ৬৯৭ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ আবু বকর সিদ্দিক নামে একজনকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের মূল্য- ১,১১,১১,৫৭৪/- (এক কোটি এগার লক্ষ এগার হাজার পাঁচশত চুয়াত্তর টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চত করে বলেন,এ ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :