ফাহিম হোসেন রিজু | ঘোড়াঘাট (দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাটে মানবিকতার অনন্য উদাহরণ স্থাপন করেছে ‘গরিবের বন্ধু ফাউন্ডেশন’-এর একদল কিশোর। দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রাস্তায় ঘুরে বেড়ানো এক ব্যক্তিকে তারা সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে।
গত ২ জুলাই ২০২৫ দুপুরে বগুড়ার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি থেকে নিখোঁজ হন ওই ব্যক্তি। এ ঘটনায় তার ভাই শ্রী অর্জুন চন্দ্র দাস থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে কয়েক মাস ধরে তিনি ঘোড়াঘাট এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন।
প্রথমে তাকে এড়িয়ে গেলেও কিশোররা দায়িত্ববোধ থেকে উদ্যোগ নেন। তারা তাকে গোসল করিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন, খাবার দেন ও চিকিৎসকের শরণাপন্ন হন। কয়েক সপ্তাহের যত্নে তিনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরেন।
এরপর তার পরিচয় শনাক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করা হয়। ভিডিও দেখে তার পরিবার যোগাযোগ করে এবং গতকাল রাতে এসে তাকে বাড়িতে নিয়ে যায়।
এই ঘটনা এলাকায় আলোড়ন তোলে। অনেকেই কিশোরদের এই উদ্যোগকে অনুকরণীয় উদাহরণ হিসেবে বর্ণনা করছেন। সংগঠনের মোঃ জয়নাল আবেদিন, মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তামিম ইসলাম, মোঃ তাফসিরুল ইসলামসহ আরও অনেকে সহযোগিতা করেন।