মোঃ মাহাবুব আলম | রাণীশংকৈল, ঠাকুরগাঁও
:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রবাসীর স্ত্রীর ঘরে অনৈতিক কাজে লিপ্ত হয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন প্রবাসীর বন্ধু। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া ভুতপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার আব্দুর সাত্তারের ছেলে হানিফ গভীর রাতে সৌদি প্রবাসী আনারুলের স্ত্রীর ঘরে পিয়াজু দিতে গিয়ে অসামাজিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এসময় গ্রামবাসী তাদের হাতেনাতে আটক করে রাতভর বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হানিফকে আটক করে থানায় নিয়ে যায়।
তবে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের তদবিরে পরদিন পুলিশ হানিফকে ছেড়ে দেয়। এর পর রাতে স্থানীয় মিল চাতালে এক শালিস বৈঠকে জামায়াত নেতা সাবেক ইউপি চেয়ারম্যান লোকমান আলী, বিএনপি নেতৃবৃন্দসহ গ্রাম্য মোড়লরা বসে প্রবাসীর স্ত্রীর "ইজ্জতের মূল্য" হিসেবে ২ লাখ ৮০ হাজার টাকায় মীমাংসা করে।
এ প্রসঙ্গে ঠাকুরগাঁও জেলা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান রনি বলেন, ধর্ষণ বা নারী নির্যাতনের মতো অপরাধ শালিসে মীমাংসার সুযোগ নেই। এটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ অনুযায়ী রাষ্ট্রীয় আইনে বিচারযোগ্য অপরাধ।
অভিযুক্ত হানিফ জানান, "আমার সামান্য ভুল হয়েছে, তবে পুরো বিষয় আমার বড় ভাই ভালো বলতে পারবেন।" অন্যদিকে ইউনিয়ন বিএনপির সম্পাদক ডা. আব্দুল বারি বলেন, "২ লাখ ৮০ হাজার টাকায় বিষয়টি মীমাংসা করা হয়েছে, ৫ লাখ নয়।"
এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আরশেদুল হক বলেন, "বাদী অভিযোগ না দিলে পুলিশ কি করবে? তাই আমরা তাকে ছেড়ে দিয়েছি। পরে স্থানীয়ভাবে মীমাংসা হয়েছে।"